€ 20
ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের নতুন ই-পাসপোর্টের জন্য শিশুর বাংলাদেশের জন্মনিবন্ধন সনদ, ইতালির কম্যুনে কর্তৃক ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদ (Certificato di Nascita) এবংপিতা-মাতার জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের কপি জমা দিতে হবে। উল্লেখ্য, ইতালিতে জন্মগ্রহণকারী শিশুর বাংলাদেশি জন্মনিবন্ধনে জন্মস্থান হবে ইতালি, কিন্তু স্থায়ী ঠিকানা হবে বাংলাদেশে পিতার স্থায়ী ঠিকানা। ইতালির Certificato di Nascita-তে শিশুরপিতা-মাতার নাম থাকতে হবে।
বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ (BRIS সিস্টেমে) করতে হবে।
👉 এটি করা যায়:
রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে
অথবা বাংলাদেশে স্থায়ী ঠিকানায়
রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে করতে চাইলে ➝ bdris.gov.bd এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকালে জমা দিতে হবে:
ইতালির কর্তৃপক্ষ (Comune) থেকে ইস্যুকৃত জন্ম সনদ (যেখানে সন্তানের ও বাবা-মায়ের নাম উল্লেখ থাকবে)
শিশুর বাবা ও মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি
📌 সময়সীমা: সাধারণত ৫ কর্মদিবসে জন্ম নিবন্ধন তৈরি হয়।
⚠️ অনলাইনে আবেদন করার সময় দূতাবাসে এপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী ফরম জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে ➝ epassport.gov.bd
আবেদন ফরম পূরণের পর বারকোডসহ ৪ পাতার ফরম প্রিন্ট করতে হবে।
জমা দিতে হবে নিম্নোক্ত কাগজপত্র:
বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ (যেখানে জন্মস্থান “ইতালি” উল্লেখ থাকবে)
ইতালির Comune কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ (পিতা-মাতার নামসহ)
ইতালির জন্ম সনদের ফটোকপি
শিশুর বাবা ও মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি
ছবি:
শিশুর ২ কপি 4R সাইজ ছবি
বাবা ও মায়ের প্রত্যেকের ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি
ছবির ব্যাকগ্রাউন্ড সাদা, পোর্ট্রেট ফরম্যাটে, সরকারি গাইডলাইন অনুসারে হতে হবে
📌 নোট: পাসপোর্ট ফরমের কোনো অংশে সত্যায়ন দরকার নেই।