জন্ম নিবন্ধনের জন্য আবেদন (রোম )

€ 20

রোমস্থ বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশে আপনার স্থায়ী ঠিকানা হতে শিশুর জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেন।

Category :

Bangladesh Embassy

Descriptions

রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জন্ম সনদ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে এবং ইতালির কর্তৃপক্ষ (Comune) থেকে ইস্যুকৃত জন্ম সনদ (যেখানে সন্তানের ও বাবা-মায়ের নাম উল্লেখ থাকবে) ও শিশুর বাবা ও মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি আবেদনকালে জমা দিতে হবে। 

📌 সময়সীমা: সাধারণত ৫ কর্মদিবসে জন্ম নিবন্ধন তৈরি হয়।
⚠️ অনলাইনে আবেদন করার সময় দূতাবাসে এপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী ফরম জমা দিতে হবে।