জন্ম নিবন্ধনের জন্য আবেদন (রোম )
€ 20
রোমস্থ বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশে আপনার স্থায়ী ঠিকানা হতে শিশুর
জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেন।
Descriptions
রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জন্ম সনদ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে এবং ইতালির কর্তৃপক্ষ (Comune) থেকে ইস্যুকৃত জন্ম সনদ (যেখানে সন্তানের ও বাবা-মায়ের নাম উল্লেখ থাকবে) ও শিশুর বাবা ও মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি আবেদনকালে জমা দিতে হবে।
📌 সময়সীমা: সাধারণত ৫ কর্মদিবসে জন্ম নিবন্ধন তৈরি হয়।
⚠️ অনলাইনে আবেদন করার সময় দূতাবাসে এপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী ফরম জমা দিতে হবে।