ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (Rome) Membership Registration

€ 10

বাংলাদেশ সরকার বিদেশে অবস্থানরত প্রবাসীদেরকে সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর সদস্যপদ নিবন্ধন চালু করেছে। এর মাধ্যমে প্রবাসীরা সরকারের কল্যাণমূলক কর্মসূচি ও সুবিধাগুলো সহজে পেতে পারবেন।

Category :

Bangladesh Embassy

Descriptions

রোমস্থ বাংলাদেশ দূতাবাসে WEWB সদস্যপদ নিবন্ধন:

1. আবেদন কেন করা প্রয়োজন?

  • প্রবাসীদের তথ্য সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্ত করা এবং সচক্ষ্ম কল্যাণমূলক কার্যক্রম সহজে সম্পাদনের জন্য।

  • জরুরি প্রয়োজনে (যেমন অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু) সহায়তা পাওয়া সহজ হবে।

  • শিক্ষাবৃত্তি, আইনগত সহায়তা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সুবিধা, মরদেহ রেপেট্রিয়েশন ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

2. আবেদন কীভাবে করবেন?

ক) এপয়েন্টমেন্ট বুকিং

  • রোমস্থ দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে Wage Earners' Welfare Board – Membership Registration বিভাগ থেকে এপয়েন্টমেন্ট নিতে হবে। Bangladesh Embassy in Rome

খ) প্রয়োজনীয় কাগজপত্র জমা ও আবেদন ফরম পূরণ

  • WEWB সদস্যপদ ফরম (সরাসরি দূতাবাস থেকে নেওয়া বা মিশন ওয়েবপেজ থেকে ডাউনলোড করাও হতে পারে।)

  • আবেদন ফরম পূরণের পরে প্রয়োজনীয় কাগজপত্র (নিচে দেখুন) দূতাবাসে জমা দিতে হবে।

3. প্রয়োজনীয় কাগজপত্র

  1. বাংলাদেশি পাসপোর্ট (বৈধ)

  2. রেসিডেন্স পারমিট/কার্ড (যেমন Permesso di Soggiorno ইত্যাদি)

  3. ডিজিটাল জন্ম নিবন্ধন (যদি থাকে) অথবা NID

  4. ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

  5. পূরণকৃত WEWB নিবন্ধন ফরম

4. কী সুবিধা পাবেন?

WEWB সদস্যপদ থাকলে প্রবাসীরা নিন্মলিখিত সুবিধাসমূহ গ্রহণ করতে পারেন:

  • প্রবাসী কল্যাণ ও বীমা সুবিধা

  • চিকিৎসা ও আর্থিক সহায়তা

  • Probashi Kallyan Bank ঋণ সুবিধা

  • স্কলারশিপ (পারদর্শী সন্তানদের জন্য)

  • আইনগত সহায়তা

  • মরদেহ দেশে প্রেরণ ও সংক্রান্ত সহায়তা

  • Multi-purpose Smart Card ও অন্যান্য সুবিধা

5. সময়সীমা ও কনফার্মেশন

  • এপয়েন্টমেন্ট নেওয়ার পর নির্ধারিত দিনে নিজে দূতাবাসে উপস্থিত হয়ে আবেদন ফরম ও কাগজপত্র জমা দিন।

আবেদন সফল হলে সাধারণত মেম্বারশিপ কার্ড বা সনদ দেওয়া হয়।