€ 20
নতুন ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ড এর আবেদন করতে প্রথমেই আপনার জন্ম নিবন্ধন এর অনলাইন কপি অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন থাকা বাধত্যতামূলক।
বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর ।
ডিজিটাল জন্ম নিবন্ধন (BRIS সিস্টেমে অনলাইন ভেরিফায়েড) অবশ্যই থাকতে হবে।
বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হবে (অন্য দেশের নাগরিক হলে NID পাওয়া যাবে না)।
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (অনলাইন ভেরিফায়েড, bdris.gov.bd থেকে চেকযোগ্য)।
বাংলাদেশি পাসপোর্ট (MRP / ePassport – বৈধ বা মেয়াদোত্তীর্ণ যেকোনোটা)।
প্রবাসে বৈধ থাকার প্রমাণপত্র (Permesso di Soggiorno, Carta di Soggiorno, Resident Card, ইত্যাদি)।
প্রবাসের ঠিকানার প্রমাণপত্র (Comune থেকে "Certificato di Residenza" / utility bill / tenancy contract)।
২ কপি পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, সঠিক সাইজে তোলা)।
পিতা-মাতার জন্ম নিবন্ধন অথবা NID কার্ডের কপি (যদি থাকে, কারণ তথ্য মিলিয়ে দেখা হয়)।
ইতালিতে বসবাসরতদের জন্য আবেদন করতে হবে বাংলাদেশ দূতাবাস, রোম অথবা বাংলাদেশ কনস্যুলেট, মিলান এ।
আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে: 🔗 services.nidw.gov.bd
ওয়েবসাইটে নিবন্ধন করুন 👉 services.nidw.gov.bd একটি একাউন্ট খুলে আবেদন ফর্ম পূরণ করুন।
আবেদন করার সময় নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা (বাংলাদেশ), বর্তমান ঠিকানা (ইতালি) তথ্য দিতে হবে।
অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন দূতাবাস/কনস্যুলেটে।
নির্ধারিত দিনে গিয়ে জমা দিতে হবে:
প্রিন্ট করা আবেদন ফর্ম + প্রয়োজনীয় কাগজপত্র + ফি।
দূতাবাসে আঙ্গুলের ছাপ, স্বাক্ষর (বায়োমেট্রিক এনরোলমেন্ট), ছবি তোলা হবে।
সবকিছু সম্পন্ন হলে ফাইল বাংলাদেশ নির্বাচন কমিশনে পাঠানো হবে।
যাচাইয়ের পর NID কার্ড প্রস্তুত হয়ে দূতাবাসে আসবে।
পরে আবেদনকারীকে জানানো হবে কার্ড সংগ্রহ করতে।
সাধারণ আবেদন: প্রায় ১০ ইউরো – ১৫ ইউরো সমপরিমাণ টাকা (দূতাবাস নির্ধারিত)।
জরুরি আবেদন: অতিরিক্ত চার্জ হতে পারে।
জন্ম নিবন্ধন, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের নামের বানান এক হতে হবে।
বিশেষ করে Nome-Cognome (ইতালীয় সিস্টেমে) ও বাংলাদেশি জন্ম নিবন্ধন/NID এর নাম মেলাতে হবে।
যদি নামের অমিল থাকে, তাহলে আগে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।